শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

হত্যা মামলার আসামি মিরাজ ও সন্ত্রাসী পিচ্চি রবিনের আতঙ্কে পুরান ঢাকার ব্যবসায়ীরা

  • Update Time : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ২৭২ Time View

স্টাফ রিপোর্টার:

পুরান ঢাকার চকবাজার থানাধীন এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাসী রাজত্ব কায়েম করে চলছে আওয়ামীলীগের সুবিধাবাদী নেতা পরিচয়কারী মিরাজ খান ওরফে সি এন জি মিরাজ ও তারই একান্ত সহযোগী অস্ত্রধারী ক্যাডার রবিন ওরফে পিচ্চি রবিন , গত ৫ই আগস্ট সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত অত্র এলাকার সাধারণ ব্যবসায়ী ও কারখানা মালিকদের পিচ্চি রবিন অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিতেন মোটা অংকের চাঁদা ও অন্যান্য মালামাল।

রেহাই পাননি এলাকার স্কুল পড়ুয়া সুন্দরী তরুণীরাও প্রতিনিয়ত ইভটিজিংয়ের স্বীকার হতে হয় বহিরাগত সুন্দরী তরুণীদের। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায় এইসব চিহ্নিত খুনি সন্ত্রাসীদের বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দিনে আড়ালে থেকে সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত পুরান ঢাকার বিভিন্ন স্থানের কারখানা গোডাউন ও ফ্যাক্টরিতে প্রবেশ করে এবং কারখানা মালিকদের অস্ত্রের মুখে জিম্মি করে আদায় করে নেন চাহিদামত উৎকোচ, এতে সহায়তা করেন সোর্স খোকন,কাদের, শাহিন,মিঠু সহ একাধিক জন।

গোপন সূত্রে আরও জানা যায় পিচ্চি রবিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এর একান্ত ভাজন। সেই সুবাদে পিচ্চি রবিন গোটা এলাকায় চালিয়ে যেতেন প্রতিনিয়ত তার নানা সন্ত্রাসী অপকর্ম। এ বিষয়ে এলাকাবাসী কোন রকম বাধা দিলেই গভীর রাতে পিচ্চি রবিন তার অবৈধ অস্ত্রে স্বজ্জিত হয়ে তার বাহিনী নিয়ে হানা দিতেন ওই সকল বাড়িতে এ বিষয়ে চকবাজার থানায় ভুক্তভোগীরা অভিযোগ করতে গেলে পুনরায় ফেরত আসতে হয় তাদের হুমকির তোপে পড়ে। পিচ্চি রবিনের বিরুদ্ধে আরো অভিযোগ আসে রবিন তার ক্যাডার বাহিনী নিয়ে গভীর রাতে ডিএমপির বিভিন্ন স্থানে সুযোগ বুঝে মালবাহী ট্রাকও লরির গতিরোধ করে করতেন ছিনতাই ও লুট।

আর এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তের স্বীকার হন অত্র এলাকার ব্যবসায়ী মহল। পিচ্চি রবিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার অভিযোগ আছে বলে জানায় এলাকাবাসী। তার মধ্যে অন্যতম মামলা চকবাজার থানার মামলা নং ১৯, তারিখ ২৬ শে অক্টোবর ২০২৪ইং আরও জানা যায় খুনি মিরাজ খান, পাইটু খোকন ও পিচ্চি রবিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হাইওয়ে রোডে বিভিন্ন ট্রান্সপোর্ট এর গাড়িকে গতিরোধ করে ওই গাড়ির সকল মালামাল লুট করেন।

এ সকল বিষয়ে থানায় মামলা হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ব্যবসায়ীদের ক্ষতি সাধন করে আসছে , তাই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট এলাকাবাসীর দাবি অতি দ্রুত এইসব খুনি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভিযান চালিয়ে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হোক নইলে ঝড়ে যেতে পারে চকবাজারের ছোট বড় ব্যবসায়ীগন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102