নুরুল আমিন পলাশ,পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১অক্টবর খুলনা প্রেসক্লাবে পাইকগাছার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে খারাপ মন্তব্য করা হয়।উক্ত সংবাদ সম্মেলনের প্রতিবাদে বুধবার দুপুরে পাইকগাছা প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আব্দুল কাদের নয়ন ছাত্র আন্দোলনের কর্মী-সমর্থকদের নিয়ে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত সংবাদ সম্মেলনে তিনি জানান, ৩১ অক্টবর খুলনা প্রেসক্লবে উপজেলার লতা ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আবু মুছা সরদার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কলংকিত করতে অসত্য ও ভিত্তিহীন যে সংবাদ সম্মেলনটি করেছেন আমরা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছি। তিনি বলেন, দেশের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতা কোটা বিরোধী আন্দোলন শুরু করেন। সরকার হাজার হাজার মেধাবী ছাত্র ও জনতাকে গুলি করে ও পিটিয়ে হত্যা করেন। এ আন্দোলনে সারা দেশের ন্যায় পাইকগাছায় ছাত্র-জনতা ও সুশিল সমাজ,রাজনৈতিক দলের নেতা-কর্মীরা সক্রিয়ভাবে অংশ গ্রহন করেন।
এক পর্যায়ে এক দফা দাবিতে ৪ আগস্ট পাইকগাছায় ছাত্রদের মিছিলে সরকারের সন্ত্রাসী বাহিনী আক্রমন করলে একাধিক শিক্ষার্থী জখম হয়।যেহেতু, আমরা ছাত্রলীগ, যুবলীগ বাহিনীকে ঠিকমত চিনতাম না। সে কারনে ১০ ইউপি ও পৌরসভায় বেষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্ব-স্ব ইউনিটের তালিকা মতে ২১ সেপ্টেম্বর থানায় মামলা করা হয়। যার বাদি হয় শিক্ষার্থী ঈশিতা এনাম ঋতু। পরে জানতে পারি এ মামলায় লতা বিএনপির সাধারন সম্পাদক আবু মুছা সরদারের ছেলে আবু ইসা সরদারকে আসামী শ্রেনীভুক্ত করা হয়েছে। কিন্তু পু্র্বেই আমরা বলেছিলাম তদন্তে কেউ দোষি না হলে তাকে যেন আসামী থেকে বাদ দেয়া হবে।
ছাত্র নয়ন- আরোও বলেন, পাইকগাছা উপজেলা বিএনপি’র ডাঃ আব্দুল মজিদ- তুষার কান্তি মন্ডল ও আসলাম পারভেজ-এসএম এনামূল হক দুটি গ্রুপিং থাকায় লতা বিএনপির সাধারন সম্পাদক আবু মুছা ডাঃ মজিদ গ্রুপের। সে মামলার কারনে ঈষান্তিত হয়ে মামলার বাদী ঈশিতা এনাম ঋতু ও তার পিতা এসএম এনামূল হককে জড়িয়ে অসত্য মনগড়া অভিযোগ এনে সংবাদিক সম্মেলন করেন। ৭২ ঘন্টার মধ্যে আবু মুছার সংবাদ সম্মেলনটি প্রত্যাহারের দাবি করেন। তিনি আরোও জানান, ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়েছে।
এখন রাজনৈতিক উদ্দেশ্যে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সুনাম ক্ষুন্ন করতে আমাদের কেউ ব্যবহারের চেষ্টা করবেন না।