নিজস্ব প্রতিবেদক:-
ডিএমপির চকবাজার থানাধীন এলাকায় দীর্ঘদিন যাবত সন্ত্রাসী রাজত্ব কায়েম করে আসছিলেন আওয়ামীলীগের সুবিধাবাদী নেতা পরিচয়কারী মিরাজ খান ওরফে সি এন জি মিরাজ আর তারই একান্ত সহযোগীর অন্যজন অস্ত্রধারী ক্যাডার রবিন ওরফে পিচ্চি রবিন , গত ৫ই আগস্ট সরকার পতনের আগ মুহূর্ত পর্যন্ত অত্র এলাকার সাধারণ ব্যবসায়ী ও কারখানা মালিকদের পিচ্চি রবিন অস্ত্রের মুখে জিম্মি করে হাতিয়ে নিতেন মোটা অংকের চাঁদা ও মালামাল। রেহাই পাননি এলাকার স্কুল পড়ুয়া সুন্দরী তরুণীরাও প্রতিনিয়ত ইভটিজিংয়ের স্বিকার হতে হয় বহিরাগত সুন্দরী তরুণীদের।
গোপন সূত্রে জানা যায় পিচ্চি রবিন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এর একান্ত ভাজন। আর সেই সুবাদে পিচ্চি রবিন গোটা এলাকায় চালিয়ে যেতেন প্রতিনিয়ত তার নানা অপকর্ম। এ বিষয়ে এলাকাবাসী কোন রকম বাধা দিলেই গভীর রাতে পিচ্চি রবিন তার অবৈধ অস্ত্র স্বজ্জিত হয়ে তার বাহিনী নিয়ে হানা দিতেন ওই বাড়িতে এ বিষয়ে চকবাজার থানায় ভুক্তভোগীরা অভিযোগ করতে গেলে পুনরায় ফেরত আসতে হয়, হুমকির তোপে পড়ে। পিচ্চি রবিনের বিরুদ্ধে আরো অভিযোগ আসে রবিন তার ক্যাডার বাহিনী নিয়ে গভীর রাতে ডিএমপির বিভিন্ন স্থানে সুযোগ বুঝে মালবাহী ট্রাকও লরির গতিরোধ করে করতেন ছিনতাই ও লুট । আর এতে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্তের স্বিকার হন অত্র এলাকার ব্যবসায়ী মহল। পিচ্চি রবিনের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার অভিযোগ আছে বলে জানায় এলাকাবাসী। তার মধ্যে অন্যতম মামলা চকবাজার থানার মামলা নং ১৯, তারিখ ২৬ শে অক্টোবর ২০২৪ ধারা ১৪৩ /১৪৭/১৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৪/৫০৬/১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০। আরও জানা যায় খুনি মিরাজ খান , পাইটু খোকন ও পিচ্চি রবিন পুলিশের চোখকে ফাঁকি দিয়ে হাইওয়ে রোডে বিভিন্ন ট্রান্সপোর্ট এর গাড়িকে গতিরোধ করে ওই গাড়ির সকল মালামাল লুট করেন। এ সকল বিষয়ে থানায় মামলা হলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত ব্যবসায়ীদের ক্ষতি সাধন করে আসছেন , তাই প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিকট এলাকাবাসীর দাবি অতি দ্রুত এইসব খুনি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অভিযান চালিয়ে গ্রেফতার করে আইনের আওতায় নেওয়া হোক নইলে ঝড়ে যেতে পারে চকবাজারের ছোট বড় ব্যবসায়ীগন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss