কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম:
কয়রায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শুধু সহমর্মিত নয় তাদের অধিকার নিশ্চিতের তাগিদ দিয়েছেন এ লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সুরক্ষা আইন ২০১৩ সঠিকভাবে বাস্তবায়ন ও তাদের অধিকার রক্ষায় বর্তমান সরকার সহ সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
৪ নভেম্বর রোজ সোমবার সকাল দশ ঘটিকার সময় কয়রা উপজেলা পরিষদ মিলায়াতনের হল রুমে অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে সামাজিক ট্যুব ও স্টিগমা কাটিয়ে উঠতে জনসচেতনার বৃদ্ধি আহ্বান জানিয়েছেন তারা।
এসময়ে সভাপতিত্বে করেন কয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তা রুলি বিশ্বাস উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন কয়রা সমাজসেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রেজাউল করিম,কয়রা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ কয়রা উপজেলা নিবার্হী কর্মকর্তা কর্তৃক মনোনিত সদস্য এস কে আরিফুল ইসলাম ও শাহারীমা জাহান, কয়রা উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ও কয়রা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মচারী, কয়রা সাত ইউনিয়নের ( ২০০) শতাধিক প্রতিবন্ধী ভুক্তভোগী সংরক্ষণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ও কয়রা ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মকর্তা প্রমুখ।