কয়রা(খুলনা) প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :
দৈনিক গ্রামের কাগজের ষুগ্ম বার্তা সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত পত্রিকার ষশােরের অফিস প্রধান এম আইয়ুব কয়রায় বৈষম্যবিরােধী ছাত্র নেতাদের সাথে মতবিনিময় করেছেন।
গত ৪ নভেম্বর (সােমবার) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবের হলরুমে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারন সম্পাদক আল আমিন হােসেন, বৈষম্যবিরােধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলার ছাত্র প্রতিনিধি গােলাম রব্বানী, মহাসিন আলম, ফরিদ হােসেন,কলেজ শিক্ষক অধ্যাপক জহরুল ইসলাম, অধ্যাপক কবির হােসেন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সাংবাদিক রিয়াছাদ আলী, সাংবাদিক তরিকুল ইসলাম,সাংবাদিক ফরহাদ হােসেন,সাংবাদিক কওছার আলম, শিক্ষক ও সাংবাদিক আবুল বাসার, সাংবাদিক জিএম রিয়াজুল আকবর লিংকন, ইউপি সদস্য হরেন্দ্র নাথ সরকার, নাজমুস সাদাত, শিক্ষক দিপক কুমার মিস্ত্রি সহ বিভিন্ন শ্রেনী পেশায় মানুষ উপস্থিত ছিলেন।