রাতুল মুন্সি, নজরুল বিশ্ববিদ্যালয়:
আজ ঐতিহ্যবাহী পোড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ে স্বপ্নবিলাস ইয়ুথ সোসাইটির উদ্যোগে এবং স্বপ্নবিলাস উন্মুক্ত পাঠাগার এর সহযোগিতায় মেন্সট্রুয়াল হেলথ এবং ব্রেস্ট ক্যান্সার বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়। ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এতে উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষিকা বৃন্দ।
বিভিন্ন প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে সেশনটি এগিয়ে চলে। চেষ্টা করা হয় মাসিক স্বাস্থ্য বিষয়ক যাবতীয় তথ্য, এসময়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় পুষ্টিকর খাবার এবং কী অসুবিধা হতে পারে ও তার প্রতিকার সম্পর্কে। আলোচনার আরেকটি অংশ ছিল ব্রেস্ট ক্যান্সার বিষয়ে। ব্রেস্ট ক্যান্সার কী, কারণ,লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে।
আমরা লক্ষ্য করেছি এ বয়সের কিশোরীরা বয়ঃসন্ধিকালের এ বিশেষ পরিবর্তন নিয়ে অনেক কৌতুহলী। যা তাদের বিভিন্ন প্রশ্নের ভিতর ফুটে উঠেছে। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, নিশাত তামান্না, ফারিয়া ইসলাম (এমবিবিএস কোর্স, সিবিএমসিবি) ধরিত্রী রক্ষা ও স্বাস্থ্যসচেতনতা নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে চিত্র তুলে ধরে শিক্ষার্থীদের বুঝানো এবং তাদের প্রশ্নের যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টায়।
উপস্থিত শিক্ষার্থী প্রশ্নকর্তাদের উৎসাহিত করতে তাদেরকে উপহারও দেওয়া হয়েছে। বিশেষ ধন্যবাদ পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss