খুলনা ব্যুরো:
খুলনায় দুর্বৃত্তের গুলিতে এক যুবক নিহত হয়েছে।এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছে।শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন কাশেমনগর সড়ক কুবা মসজিদের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক হলেন রাসেল ওরফে পঙ্গু রাসেল। তিনি শেরে-এ বাংলা রোড আমতলা মোড়ের বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে।
আহত দু’ যুবক হলেন খুলনা থানাধীন সদর হাসপাতাল এলাকার জনৈক হুমায়ুন কবিরের ছেলে মো: সজিব ও সোনাডাঙ্গা থানাধীন আমতলা এলাকার জনৈক মো: হান্নান শেখের ছেলে মো: ইয়াছিন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল আলম।
তিনি দৈনিক প্রথমবার্তাকে বলেন, রাত আড়াইটার দিকে ৪ মোটরসাইকেল নিয়ে নিহত যুবকসহ আরও কয়েকজন সোনাডাঙ্গা থানাধীন ৪ নং কাশেম সড়ক কুবা মসজিদের কাছে পৌঁছায়। এ সময়ে তাদের নিজেদের মধ্যে কলহবিবাদ বাদে। সহপার্টি তাকে তাক করে বুকে পরপর ২টি গুলি করে। তার সাথে থাকা ইয়াছিন ও সজিবকে চা পাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন।
তবে এ হত্যাকান্ড নিজেদের মধ্যে এবং মাদক করাবারি নিয়ে ঘটেছে বলে তিনি মনে করেন। রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১ টি মামলা রয়েছে। তার মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য। নিহতের লাশ মর্গে রয়েছে। এখনও পর্যন্ত থানায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss