মাহাবুল ইসলাম গাজীপুর:
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রে নতুন ভবন (গবেষণাগার) নির্মাণে শতবর্ষী বৃক্ষ নিধন ও অবৈধ টেন্ডার বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২ নভেম্বর শনিবার সকালে গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকায় বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের মূল ফটকের সামনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল ও শ্রীপুর সাহিত্য পরিষদ ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে মিশকাত রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর সাহিত্য পরিষদের সভাপতি রানা মাসুদ, রিভার অ্যান্ড নেচার ফাউন্ডেশনের চেয়ারম্যান খোরশেদ আলম, বাংলাদেশ নদী পরিব্রাজক দল শ্রীপুর শাখার সভাপতি সাঈদ চৌধুরি, সাধারণ সম্পাদক শফি কামাল, শ্রীপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মহসিন আহমেদ, পরিবেশবিদ নুরুজ্জামান মাস্টার, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম গাজীপুর সদর উপজেলা শাখার সদস্য দেলোয়ার হোসেন, শ্রীপুর এসআরটির সভাপতি জুবায়ের আহমেদ, নদী পরিব্রাজক দল গাজীপুর জেলার সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাগর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, কৃষি গবেষণা উন্নয়ন আমরাও চাই। গাজীপুরে বিনা আঞ্চলিক গবেষণা কেন্দ্রের নতুন ভবন নির্মাণ হবে ভালো তবে শতবর্ষী গাছ কেটে কেন? আমরা এর তীব্র নিন্দা জানাই। পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে অনতিবিলম্বে গাছ কাটার টেন্ডার বাতিলসহ খোলা জায়গায় নতুন ভবন (গবেষণার) নির্মাণের দাবি জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss