খুলনা ব্যুরো:
খুলনার আলোচিত দত্ত জুয়েলার্সে দিনে-দুপুরে চাঞ্চল্যকর সংঘবদ্ধ ডাকাতির সাথে সম্পৃক্ত ২ জন ডাকাতকে নগদ অর্থ ও স্বর্ণালংকার সহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান খুলনা নগরীর দৌলতপুর থানার কালীবাড়ি বাজারে দিনে দুপুরে গুলি করে ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়।ঐদিন দুপুরের দিকে একদল ডাকাত একটি প্রাইভেটকারে করে কেএমপি,খুলনার দৌলতপুরে অবস্থিত দত্ত জুয়েলার্সের সামনে এসে পিস্তল,চাপাতি ও অন্যান্য দেশি অস্ত্রের মুখে দোকান মালিককে জিম্মি করে দোকানের ট্রেতে রক্ষিত স্বর্ণের কানের দুল, আংটি, গলার চেইন ও অন্যান্য তৈরিকৃত স্বর্ণালংকারসহ প্রায় ৩০ (ত্রিশ) ভরি স্বর্ণালংকার যার অনুমানিক মূল্য ৪০ (চল্লিশ লক্ষ) টাকা এবং আনুমানিক ২ লক্ষ টাকা নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
গুলি ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি বিভিন্ন মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় ও জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে।
চাঞ্চল্যকর ডাকাতির ঘটনাটি জানতে পেরে র্যাব-৬ (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল ডাকাতির সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম ও অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় অদ্য (০২ নভেম্বর ২৪) তারিখ দিবাগত রাত ০০.১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার ভাঙ্গা থানাধীন ৪নং ওয়ার্ডের একটি বাড়ি হতে আসামী ১। মোসাঃ কহিনুর বেগম (৫৫), স্বামী-আব্দুল আজিজ হাওলাদার, সাং-দূর্গকাঠি, নেছারাবাদ, স্বরুপকাঠি পল্লি, থানা-নেছারাবাদ, জেলা-পিরোজপুর, ২। শাহারিন সুলতানা (২১), স্বামী-আব্দুল জলিল, সাং-দক্ষিণ হোসনাবাদ, থানা-বেতাগি, জেলা-বরগুনাদ্বয়’কে গ্রেফতার করেন এবং আসামীদের হেফাজত হতে নগদ ১,৩৩,০০০/-(এক লক্ষ তেত্রিশ হাজার) টাকা, স্বর্ণের নাকফুল ৪৯ পিস, ০৩ টি এন্ড্রুয়েড মোবাইল ও ০২ টি বাটন মোবাইল উপস্থিত স্বাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করেন।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীদেরকে কেএমপি,খুলনার দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss