চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন সরকারি আশ্রয়ন প্রকল্পের অব্যবহৃত ঘরের ভিতর জুয়া খেলার সময় চিলমারী সরকার পাড়া মুদাফত থানা এলাকার রেজওয়ান আলী (৪৮), উলিপুর কবিরাজপাড়া এলাকার মোহাম্মদ ফুল মিয়া (৬৬), চিলমারী বহর এর ভিটা এলাকার আনিসুর রহমান (৪৫), উলিপুর পূর্ব বজড়া এলাকার মোহাম্মদ আতিকুর রহমান (৩৬), মোঃ মোস্তাফিজুর রহমান (৪৫), চিলমারী কিসামত বানু এলাকার মোহাম্মদ আতিকুর রহমান লিটন (৩৮), তবকপুর এলাকার আব্দুর রাজ্জাক (৩৫) ও উচা ভিটা এলাকার মোহাম্মদ নূরনবী কে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss