এম ফজলুর রহমান খালেদ ( হবিগঞ্জ জেলা প্রতিনিধি):
হবিগঞ্জের সাবেক তিন বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, পতিত সরকার ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের বিচার দেশের মাটিতেই হবে। তার আমলে বাংলাদেশের হাজার হাজার বিএনপি নেতাকর্মী বিনা অপরাধে আদালতের ফরমায়েসী রায়ে মাসের পর মাস জেল খেটেছেন। আমাকেও কারাগারের ফাঁসির সেলে দীর্ঘ ৮ মাস কাটাতে হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গউছ বলেন, মিথ্য অভিযোগে কিববরিয়া হত্যা মামলায় আমাকে কারাভোগ করতে হয়েছে । অথচ তখন সৌদি আরব ওমরা হজ্বে ছিলাম আমি।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো: মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এনামুল হক, চুনারুঘাটের সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন শামসু, উপজেলা বিআরডিবি এর সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম ফটিক, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব হোসাইন আলী রাজন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম সরকার । সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মীর সিরাজ আলী।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss