মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরের জিরোপয়েন্ট থেকে আবির হোসেন (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৯ অক্টোবর) সকালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং- ৮৪২/২এস এলাকায় ব্রীজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত আবির হোসেন উপজেলার বুড়িমারী ইউনিয়নের কলাবাগান এলাকার আপ্তার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী জিরোপয়েন্ট সীমান্ত পিলার নং-৮৪২/২এস এলাকায় বিজিবি চেকপোষ্ট এলাকায় ব্রীজের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পাটগ্রাম থানা পুলিশ ও বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ৬১ ব্যাটালিয়নের বুড়িমারী ক্যাম্পের সদস্যদের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় সেখানে একটি দোকানের সামনে রাখা তার অটোরাকশাটিও উদ্ধার করে পুলিশ।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আশরাফুজ্জামান সরকার বলেন, ব্রীজের নিচ থেকে আবিরের লাশ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষ হলে মরদেহ নিহতের পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss