মাহাবুব ইসলাম পরাগ ফুলপুর ময়মনসিংহ:
ফুলপুর কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে পরিচিত ও মতবিনিময় করেছেন ফুলপুর উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা।সোমবার ২৮'ই অক্টোবর বিকালে উপজেলা পরিষদের হল রুমে এ পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এইসময় তিনি বলেন গণমাধ্যমকর্মীদের কাছে দাবি থাকবে আমার চলার পথে কোন ভুল হলে ধরিয়ে দিবেন, যাতে সঠিকভাবে কাজ করতে পারি।আমি আশা করি, সকলের সহযোগিতায় উপজেলা পরিষদ একটি জনবান্ধব উপজেলা পরিষদ হিসেবে পরিচিতি পাবে।
মতবিনিময়ে ফুলপুর উপজেলাকে নিরাপদ,সুন্দর গতিশীল করা এবং সঠিকভাবে কাজ করার জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা,ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক।
সাংবাদিকরাও তাদের বক্তব্যকালে দুর্নীতিমুক্ত উপজেলা প্রসাশন গঠনে সকল সাংবাদিক নবাগত ইউএনও’র পাশে থাকার আশ্বাস দেন।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss