এম ফজলুর রহমান খালেদ :
আইনজীবী তালিকা ভুক্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষা বাতিল সহ ৫ দফা দাবী জানিয়েছেন শিক্ষা নবিশ আইনজীবীরা।গতকাল ২৭ অক্টোবর রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা জানান।
৭২ ঘন্টার মধ্যে দাবী মেনে নেয়ার আল্টিমেটাম দিয়ে তারা বলেন, অন্যতায় বার কাউন্সিল কতৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করা হবে।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।দাবী গুলো হলো বিতর্কিত লিখিত পরীক্ষা পদ্ধতি চীরতরে বাতিল এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার নিয়ে তালিকা ভুক্তি করা।রিভিউ এর সুযোগ দেয়া।পরীক্ষায় ১০০ নাম্বারের মধ্যে ৪০ মার্কে পাশ দেয়া এবং কোন নেগেটিভ মার্ক থাকবে না।
আইনজীবী তালিকা ভুক্তি যেকোন পরীক্ষায় একবার উত্তীর্ণ হলে পুনরায় আর সেই পরীক্ষায় অংশ গ্রহণ নেয়া লাগবে না,এই নিয়ম কার্যকর করতে হবে।বার কাউন্সিল থেকে জুডিশিয়িয়াল সার্ভিস কমিশনের কর্তৃত্ব প্রত্যাহার করতে হবে। এবং বছরে দুইবার তালিকা ভুক্তি পরীক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
সমন্বয়ক হৃদয় চৌধুরী বলেন,আদালতে গেলে আমাদের কোন সম্মান দেয়া হয় না বরং মুহুরীকে আমাদের চেয়ে বেশি সম্মান দেয়া হয়।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss