লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর ডিগ্রি কলেজ সংলগ্ন পাঁকা সড়কের ওপর নির্মিত কালভার্টের মধ্যভাগে ঢালাই ওঠে তৈরি হয়েছে বিশাল গর্ত। রাস্তার মধ্যভাগে গর্ত হওয়ায় এলাকাবাসীর কাছে মরণফাঁদে পরিণত হয়েছে । এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।
সরেজমিনে জানা যায়, লালপুর ডিগ্রী কলেজ সংলগ্ন রাস্তায় নির্মিত কালভার্ট দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত চলাচল করে। তবে কালভার্টটিতে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এবং ওই ৫ গ্রামে উৎপাদিত ফসল পরিবহনসহ মাঝারি ও বড় যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়া এলাকাবাসীকে প্রয়োজনীয় কাজে উপজেলা সদরে যাতায়াত এবং রোগী নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।
লালপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন বলেন, প্রতিদিন সড়কটি ব্যবহার করে কয়েক হাজার মানুষ নিজ নিজ গন্তব্যে যায়। এবং কলেজের শিক্ষক শিক্ষার্থীদের চলাচলের একমাত্র রাস্তা এটি কালভার্ট ভেঙে পড়ার ফলে এখন সবার চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারপরও বিপদজনক ওই কালভার্ট দিয়ে বেশ কিছু যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা রয়েছে। তাই তা দ্রুত সময়ে কালভাটটি মেরামত করা প্রয়োজন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান বলেন, কালভার্ট মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।