জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:
শরণখোলায় শনিবার বিকেলে বিএনপি,র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার ৩নং রায়েন্দা ইউনিয়নের দক্ষিণ রাজাপুর ৩ রাস্তা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান খান। ৩নং রায়েন্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন শাহজাহান, বিএনপি নেতা অধ্যাপক শামীম হোসেন বাদল, এম এ মজিদ, যুবদল নেতা আবুল হোসেন বয়াতী, সুমন আকন প্রমূখ। বক্তারা,অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে সাজানো মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।
সভাশেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয় । রায়েন্দা ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।