নীলফামারী প্রতিনিধিঃ মোঃ গোলাম রব্বানী:
নীলফামারীর ডোমারে উত্তর অঞ্চলের ভাওয়াইয়া গানের সুর সম্রাট, অমর শিল্পী আব্বাস উদ্দীনের ১২৩ তম জন্মতিথি উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ অক্টোবর সন্ধ্যায় ঐতিহ্যেবাহী শতবর্ষী নাট্য সমিতি মিলনায়তনে আব্বাস উদ্দীন একাডেমির আয়োজনে জন্মতিথি উদযাপনের শুভ উদ্বোধন করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে ১ম শহীদ আবু সাঈদের মাতা মনোয়ারা বেগম এবং বিশ্ববাতায়নের সম্পাদক কবি সালেম সুলেরী।
আব্বাস উদ্দীন একাডেমির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস হোসেনের সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম প্রধান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম বাবুর সার্বিক ব্যবস্থাপনায় রংপুরের সাবেক মেয়র এম জুননুন, এটিএন বাংলার ব্যুরো প্রধান ও কবি মাহবুবুল ইসলাম, লেখক মতিন বাঙালী প্রমুখ।এছাড়াও স্থানীয় বরেণ্য সুধীজন ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়া ভাওয়াইয়া, ভাটিয়ালি গানের আসরে সুর মেলান আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীরা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss