মাহাবুল ইসলাম পরাগ গাজীপুর:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত আবদুর রহমান লিটন (৪৮) কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার শহীদুর রহমানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর বাজার থেকে গতকাল রাত ৮টার দিকে একজন ব্যক্তি যাত্রীবেশে আবদুর রহমানের অটোরিকশা ভাড়া নিয়ে কাঞ্চনপুর যাচ্ছিলেন।
পথে নামাশুলাই এলাকার নির্জন স্থানে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা অপর দুজন অটোরিকশাটির গতিরোধ করে। পরে তিন দুর্বৃত্ত মিলে অটোরিকশা চালক আবদুর রহমানকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে অটোরিকশাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় আহত আবদুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আবদুর রহমানকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় নিহত আবদুর রহমানের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss