বেরোবি প্রতিনিধি: মাসরিকুল হাসান সোহেল
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েরসন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
সোমবার ( ২১ অক্টোবর) রাত ১০: ৩০ টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা কুড়িগ্রাম মহাসড়ক হয়ে আবু সাঈদ চত্বর ঘুরে মূল ফটকে এসে শেষ হয়।
এসময় ছাত্ররা দফা এক দাবি এক চুপ্পুর পদত্যাগ, এক দুই তিন চার, চুপ্পু তুই গদি ছাড় সহ স্লোগানে মুখরিত হয়।বিক্ষোভ মিছিলে ছাত্ররা তাদের দাবি জানায়।
বিক্ষোভ মিছিলে, সাজ্জাদ হোসেন বলেছেন ,"গনঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেখানে রাষ্টপতি তিন বাহিনীর সামনে নিজেই বলেছিল শেখ হাসিনা তাকে পদত্যাগ পত্র জমা দিয়েছে। এই ব্যাক্তি এতদিন পরে এসে অস্বীকার করেছে তাকে নাকি পদত্যাগ পত্র জমা দেয়নি।আমরা মনে করি এরকম এক মিথ্যাবাদী রাষ্টপতি থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে।আমরা আহ্বান করছি যে সম্মানটুকু হারিয়েছে যেই সম্মানটুকু আছে তাই নিয়ে রাষ্টপতি পদ থেকে পদত্যাগ করবে।"
রোমান বকশি বলেন,"উপদেষ্টা মহল সহ রাজনীতিক মহলকে আমরা দৃষ্টি আকশন করছি যে ছাত্র সংগঠন বাংলার মানুষকে পেটায় অনতিবিলম্বে তাদেরকে নিষিদ্ধ করতে হবে।তারা যেন কলেজ থেকে বিশ্ববিদ্যালয় কোনো জায়গায় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে।যেখানেই এ দলের নাম ঘোষণা হবে সেখানে ছাত্র জনতা তা প্রতিহত করবে।"
রহমত আলী বলেন,"আমরা জানিয়ে দিতে চাই যে কোন স্বৈরাচার দোসরকে বাংলার মাটিতে জায়গা দেব না। আমরা বলতে চাই রাষ্টপতি অনতিবিলম্বে গদি ছেড়ে দেবে।নইলে ছাত্র জনতা টেনে নামাবে।"
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss