মাহাবুল ইসলাম পরাগ ময়মনসিংহ:
ময়মনসিংহে শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছে।ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে আট ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছে শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের। আজ রোববার বেলা ১২ টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ অন্তত ৮-১০ জন কর্মকর্তা অবরুদ্ধ ছিলেন। এসময় শিক্ষা বোর্ড কার্যালয়ের সামনে শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
এরআগে দুপুর ১২ টায় শিক্ষা বোর্ডের সামনে সড়ক অবরোধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে বিকেল তিনটায় আন্দোলনরত শিক্ষার্থীরা চারদফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এতে শিক্ষার্থীরা দাবি করেন, গত ১৫ অক্টোবর প্রকাশিত ত্রুটিপূর্ণ এবং বৈষম্যমূলক ফলাফলকে বাতিল ঘোষণা করতে হবে। দেশের সকল বোর্ডের সাথে সমভাবে সাবজেক্ট ম্যাপিং করে পুনরায় বৈষম্যহীনভাবে ফলাফল প্রকাশ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের সকল বিষয়ে অধিকাংশ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় সবাইকে উত্তীর্ণ হিসেবে বিবেচিত করতে হবে। সকল শিক্ষার্থীর এসএসসি পরীক্ষার রেজাল্ট থেকে এইচএসসির সকল সাবজেক্ট ম্যাপিং করতে হবে।
স্মারকলিপি শেষে আন্দোলনকারীরা চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ আজকের মধ্যে সিদ্ধান্ত চেয়ে বিকেল পাঁচটা থেকে পুণরায় বিক্ষোভ শুরু করে। শিক্ষার্থীরা দাবি করে, তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে এই সিদ্ধান্ত আজকেই দিতে হবে। সিদ্ধান্ত পাওয়ার পর তারা ঘরে ফিরবেন। অন্যথায়, রাস্তায় অবস্থান করবেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা আজকের মধ্যে সিদ্ধান্ত চাচ্ছে। তারা বোর্ডের সামনে অবস্থান করছে। আমরাও সেখানে রয়েছি। আন্দোলনের কারণে শিক্ষা বোর্ডের ভেতরে অন্তত ৮-১০ জন কর্মকর্তা আটকা আছেন।’
শিক্ষার্থীদের দাবি, ‘সাবজেক্ট ম্যাপিং গড়মিল করে ফলাফল তৈরি করা হয়েছে। এসএসসির ফলাফল অনুযায়ী সকল বিষয়ের ম্যাপিং করে বৈষম্যহীন ফলাফল প্রকাশের দাবি জানানো হয়।’
আজ রোববার বেলা ১১ টায় নগরের টাউন হল মোড়ে বিভিন্ন এলাকা থেকে এইচএসসিতে অকৃতকার্য শতাধিক শিক্ষার্থী এসে জড়ো হয়। কিছুক্ষণ অবস্থান শেষে নগরের কাঠগোলা এলাকায় শিক্ষা বোর্ডের কার্যালয়ের দিকে পদযাত্রা করে শিক্ষর্থী। বেলা ১২ টার দিকে শিক্ষা বোর্ড ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের প্রধান ফটকে পুলিশ অবস্থান নেয়। শিক্ষার্থীরা ফলাফল বাতিল চেয়ে শ্লোগান দিতে থাকে। বেলা সাড়ে ১২ টার দিকে বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনের সড়কে ইট ফেলে ও রাস্তায় বসে অবরোধ করে। এতে ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। রাত ৮ টা পর্যন্ত মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিলো।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু তাহের বলেন, ‘বিকেল তিনটার দিকে শিক্ষার্থীরা চলে গেলেও বিকেল পাঁচটার দিকে পুণরায় কার্যালয়ের সামনে এসে অবস্থান নেয়। তারা আজকের মধ্যে সিদ্ধান্ত চায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে সিদ্ধান্ত আসলে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।’
গত ১৫ অক্টোবর ঘোষিত ফলাফল শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, চলতি বছর ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী ছিলেন ৭৭ হাজার ৬২১ জন। এর মধ্যে ছাত্র ৩৭ হাজার ৪৫৩ ও ছাত্রী ৪০ হাজার ১৬৮ জন। পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ৬৯ জন; পাসের হার ৬৩ দশমিক ২২। এর মধ্যে ছাত্র পাস করেছেন ২২ হাজার ৯৩৫ জন এবং পাসের হার ৬১ দশমিক ২৪ শতাংশ। আর ছাত্রী পাস করেন ২৬ হাজার ১৩৪ জন এবং তাঁদের পাসের হার ৬৫ দশমিক শূন্য ৬ শতাংশ। শিক্ষা বোর্ডটিতে জিপিএ–৫ প্রাওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ৮২৬। তাঁদের মধ্যে ২ হাজার ১০৯ জন ছাত্র ও ২ হাজার ৭১৭ জন ছাত্রী। বোর্ডে বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এবার। এ বছর আইসিটি ও ইংরেজি বিষয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হয় জানান বোর্ড চেয়ারম্যান।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss