শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
গতকাল শনিবার (১৯.১০.২০২৪ ইং) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইসিবি চত্বর, মাটি কাটা,ঢাকা ক্যান্টনমেন্ট, এলাকায় অবস্থিত মেগা ফুড পার্ক রেস্টুরেন্টের দ্বিতীয় তলায় এক মনোরম পরিবেশে ট্রাস্টি বোর্ডের সভাপতি সম্মানিত ক্যাপ্টেন (অব:) আলী নোয়াব স্যারের সভাপতিত্বে এবং সার্জেন্ট (অব:) মোঃ রফিকুল ইসলাম এর সঞ্চালনায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া)এর ট্রাস্টি বোর্ডের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।বৈষম্য ছাত্র-জনতা আন্দোলনে নিহত ও আহত এবং অদ্যবধি সংগঠনের নিহত ও আহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন সহ দোয়া ও মোনাজাত করেন কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সিনিয়র অফিসার(অব:)কাজি কামাল উদ্দিন।
সভায় প্রধান আলোচক হিসেবে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র অফিসার(অব:)মোঃ মতিউর রহমান স্যার। তিনি সকল ট্রাস্টি সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে সাংগঠনিক ভাবে সংগঠনের অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ভেঙ্গে দিয়ে নতুন করে সভায় সকলের কন্ঠ ভোটে পুনরায় বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়া: অফিসার (অব:) মোঃ মতিউর রহমান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, সার্জেন্ট (অব:) মোহাম্মদ খোরশেদ আলম,সাধারণ সম্পাদক (নতুন),ল্যা: কর্পো:(অব:) মোঃ আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক(নতুন), সার্জেন্ট (অব:) মোঃ সিদ্দিকুর রহমান দপ্তর সম্পাদক(নতুন), সার্জেন্ট (অব:) মোঃ আব্দুল বাতেন অর্থ বিষয়ক সম্পাদক(নতুন) এবং সার্জেন্ট (অব:) মোঃ আমিরুল ইসলাম সিয়াব কে তথ্য ও প্রচার সম্পাদক (নতুন) নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে যে সকল সম্মানিত ট্রাস্টি সদস্য উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়া: অফিসার (অব:) আবু মুসা,বীর মুক্তিযোদ্ধা ওয়া: অফিসার ওয়া:(অব:) মোঃ মতিউর রহমান,বীর মুক্তিযোদ্ধা ওয়া: অফিসার:(অব:)মোঃ মমতাজ উদ্দিন, ওয়া: অফিসার ওয়া:(অব:) মোঃ তোফায়েল আহমেদ, সম্মানিত ক্যাপ্টেন (অব:) মোঃ শফিকুর রহমান নেভী,সার্জেন্ট (অব:) একেএম আজাদ মিয়া,সার্জেন্ট (অব:) মোঃ হাসেম চৌধুরী, সার্জেন্ট (অব:)শাহিন,সার্জেন্ট (অব:)
মোঃ ইয়াছিন,সার্জেন্ট (অব:) মোঃ সেলিম, কর্পো: (অব:)
মোঃ আনোয়ার হোসেন খান,কর্পো: (অব:) মোঃ রুহুল আমিন, কর্পো: (অব:) মোঃ নজরুল ইসলাম,ল্যা: কর্পো: (অব:) মোতালেব, সৈনিক (অব:) মাসুদ রানা,সৈনিক (অব:) দুলাল উদ্দিন সহ প্রমুখ।
পরিশেষে সভার সভাপতি মহোদয় সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রীতিভোজের আয়োজন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।