লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় নব বিবাহিত ট্রাকের হেলপার আলমগীরের (২০) সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয়েছে। শুক্রবার ১৮ অক্টোবর রাত ১০টার দিকে কুষ্টিয়া বরিশাল সড়কের কুমারখালী এলাকায় এঘটনা ঘটে। আলমগীর নাটোরের লালপুর উপজেলার কাজীপাড়া গ্রামের ফজলের ছেলে। তার গত ১ মাস আগে বিয়ে হয়। এঘটনায় আহত ট্রাক চালক রতনকে (২৩) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে একই উপজেলার শিমুলের ছেলে।তার গত ২ মাস আগে বিয়ে হয়।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার চাল বোঝাই একটি ট্রাক নিয়ে তারা বরিশাল যাচ্ছিলেন। রাত ১০ টার দিকে কুষ্টিয়ার কুমারখালী পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ভুটভুটিকে ধাক্কা দিয়ে ট্রাকটি পাশের খাদে পড়ে যায়।
এতে ট্রাকটির হেলপার আলমগীর ঘটনাস্থলে মারা যান। এঘটনায় ট্রাকচালক মারাত্মক আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।