জাকারিয়া শাওন শরণখোলা উপজেলা প্রতিনিধি:
বেশ কয়েক মাস ফেরী সংযোগ সড়কের সমস্যার কারণে ফেরি পারাপার বন্ধ থাকে। তাই গত কয়েকদিন আগে পুনরায় শুরু করছে মাছুয়া এবং রায়েন্দা ফেরি ঘাটের কাজ। আশা রাখি কাজটি দ্রুত সমাপ্ত হলে দু’উপজেলার সেতুবন্ধন তৈরি হবে।
পাশাপাশি দুই উপজেলা সহ অন্যান্য জেলা উপজেলার জনসাধারণের ভোগান্তির লাগব হবে এবং দুই উপজেলা সহ অন্যান্য জেলা উপজেলার ব্যবসায়ীদের জন্য সুখবর বয়ে আনবে।
খবর নিলে প্রত্যক্ষদর্শীরা জানায় কাজের মান নিয়ে কিছুটা তাহারা সংকটপূর্ণ তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন মানসম্মত মালামাল ব্যবহারের করে দীর্ঘদিনের প্রত্যাশিত স্বপ্ন টেকসইও মজবুত করে তুলবেন এটা আমরা আশা করি।