লালপুর উপজেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে দুই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি অবৈধভাবে দখল করে পাঁচটি দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।তবে তাদের দাবি, মৌখিক চুক্তি অনুযায়ী ব্যক্তি মালিকানা জমি ইউনিয়ন পরিষদকে দিয়ে সরকারি জমি দখলে নিয়েছেন।
অভিযুক্তরা হলেন, বিলমাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম অপি ও কর্মী আলতাফ হোসেন।
সরেজমিনে ঘুরে জানা যায়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন উপজেলা ভূমি অফিসের নির্দেশনার তোয়াক্কা না করে উপজেলার বিলমাড়ীয়া বাজার ও পুরাতন ইউনিয়ন পরিষদ সংলগ্ন ১নং খতিয়ানের ৬৯ ও ৭০নং দাগে সরকারি জমিতে মনিরুল ইসলাম অপি তিনটি দোকান ঘর নির্মাণ করেন। এবং একই খতিয়ানে খাইরুল কমপ্লেক্স সংলগ্ন ৫৮নং দাগে দুইটি দোকান নির্মাণ করেন আলতাফ হোসেন।
এবিষয়ে মনিরুল ইসলাম অপির কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জায়গায় ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তৎকালীন ইউএনও’র সঙ্গে মৌখিক চুক্তি করে ব্যক্তি মালিকানা ইউনিয়ন পরিষদকে দিয়ে এই জায়গায় দোকান নির্মাণ করেছি। তবে তার কাছে লিখিত কোন কাগজপত্র নেই বলে জানান তিনি। আর আলতাব হোসেন জানান, তার দখলে থাকা জমিতে তিনি দোকান করছেন।
বিলমাড়ীয়া ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা নিখিল চন্দ্র সূত্রধর বলেন, মনিরুল আমাদের নিষেধ অমান্য করে স্থাপনা নির্মাণ করেছে।আর আলতাবের দখলকৃত জমি জায়গা লিজের প্রক্রিয়াধীন থাকতে পারে। বিষয়টি উপজেলা ভূমি অফিসের নাজির আসাদুজ্জামান বলতে পারবেন।তবে এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শাহজাহান আলী ও নাজির আসাদুজ্জামান।
এবিষয়ে সহকারি কমিশনার (ভূমি) শিমুল আক্তার বলেন, ৬৯-৭০ দাগের জমিতে অবৈধ দখলদারকে ইতিপূর্বে বাধা দেওয়া হয়েছিল, তা তিনি অমান্য করেছেন। স্থাপনা উচ্ছেদের জন্য ডিসি অফিসে চিঠি পাঠানো হবে, নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।
এবং ৫৮ নং দাগের জমি লিজের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।তবে লিজের প্রক্রিয়া শেষ না হওয়া পযন্ত কোন কিছু নির্মাণ করা যাবে না। এবিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।