বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবি সাংগঠনিক জেলার একদল সেচ্ছাব্রতী তরুণ তরুণীর উদ্যোগে “ক্লিন ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস” কার্যক্রম সম্পন্ন হয় ।
১১ অক্টোবর, বিকাল ৪.৩০ ঘটিকায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট এবং ক্যাম্পাসের রাস্তায় পরে থাকা পলিথিন সহ অন্যান্য ময়লা পরিষ্কার করে।এর মাধ্যমে তরুণ লিডাররা একটি পরিচ্ছন্ন ক্যাম্পাস সকলের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলেন ।
উক্ত কার্যক্রমে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড: মো:শওকাত আলী ইয়ুথদের আশ্বাস দেন, “খুব শীঘ্রই ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ডাস্টবিনের ব্যবস্থা করবেন এবং বিশ্ববিদ্যালয়কে একটি সবুজ ও পরিচ্ছন্ন প্লাষ্টিক বা পলিথিন মুক্ত ক্যাম্পাস কিভাবে করা যেতে পারে সে নিয়ে অতিদ্রুত উদ্যোগ গ্রহণ করবেন ।”
সহকারী প্রক্টর মো:আব্দুল্লাহ আল-মাহবুব
বলেছেন , “এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পুঁথিগত বিদ্যায় বিশ্বাসী না, তারা বাস্তবতায় বিশ্বাসী । সেই বাস্তবতার সঙ্গে মিল রেখে ক্যাম্পাসকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য তারা এই কাজগুলো করে থাকে এবং আজকে তারা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ক্যাম্পাস পরিষ্কার করা দরকার সেই আত্মউপলব্ধির জায়গা থেকে তারা এই কাজগুলো করছে। এর জন্য ইয়ুথ এন্ডিং হাঙ্গার, রংপুর সাংগঠনিক জেলার সকল তরুণ লিডারদের সাধূবাদ জানিয়েছেন। এর পাশাপাশি ক্যাম্পাসকে কিভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য সকল ছাত্র-ছাত্রীসহ সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান করেছেন। সবাই সচেতন থাকলে কাম্পাসকে একটি গ্রিন কাম্পাসে রুপান্তরিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।"
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার বেরোবি জেলা যুগ্ম সমন্বয়কারী হাসান আলী,জেলা ফোরাম সদস্য নাজমুস সাকিব সহ অন্যান্য ইউনিটের ইয়ুথ লিডারগণ ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss