হৃদয় আহমেদ,নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে দূর্গা পূজার ছুটিতে হল ত্যাগ করে শিক্ষার্থীরা তাদের বাড়িতে পাড়ি জমান ৯ অক্টোবর থেকে।
বাড়িতে গিয়ে পরিবারের সাথে থেকেও শান্তিতে ছুটি উপভোগ করতে পারছেন না একাধিক শিক্ষার্থী। কলেরা, ডায়রিয়া, বদহজম জনিত একাধিক সমস্যায় ভুগছেন শিক্ষার্থী। গতকাল ১২ অক্টোবর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী তাদের নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিশ্ববিদ্যালয়ের টিএসসি গ্রুপে হলের খাবারের মান নিয়ে অভিযোগ করেন।
শিক্ষার্থীদের ভাষ্যমতে হলের ডায়নিংয়ের খাবারের মান খারাপ হওয়ার জন্যই তাদের এই সমস্যা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অনেকেই ভর্তি হয়েছেন কয়েকটি হাসপাতালে।
শিক্ষার্থীদের এই অসুবিধা হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ঝাড়তে গিয়ে কয়েকজন শিক্ষার্থী হলের ডায়নিংয়ে তালা দেওয়ার কথাও বলতে থাকেন।
তাদের দাবি হল কর্তৃপক্ষ যদি হলের খাবারের মানে পরিবর্তন না আনেন তাহলে তারা নিজেরাই নিজেদের ব্যবস্থা নিতে বাধ্য হবে।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী হলের ডায়নিংয়ের বিকল্প হিসেবে মেস সিস্টেম চালু করার পক্ষেও মতামত দেন।