মোঃ মাইনউদ্দীন, সন্দ্বীপ:
সন্দ্বীপ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলম ১১অক্টোবর (শুক্রবার) সন্ধ্যা ৭টায় ঐতিহ্যবাহী সংগঠন মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ পরিদর্শন করেন এবং রাত ৯টায় কালাপানিয়া ইউনিয়নের ৩টি পূজা মণ্ডপ শ্যামা মায়ের মন্দির, সার্বজনীন শ্রী শ্রী দূর্গা মন্দির, উত্তর সন্দ্বীপ কালী মন্দির পরিদর্শন করেন।
মাষ্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ পরিদর্শন কালে মহসিন আলম মাকসৃ’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং তিনি জানান ,মাকসৃ’র সেবামূলক যেকোনো কার্যক্রমে সহযোগিতা করবেন। এ সময়ে তিনি মাকসৃ’র পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। সর্বশেষে তিনি সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট মাকসৃ’র জন্য সমাজ সেবা কর্তৃক অনুদানের চেক হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাকসৃ’র সভাপতি সামছুল আজম অঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সভাপতি ও সভাপতি মন্ডলীর সদস্য রিদোয়ানুল বারী বাহার, সভাপতি মন্ডলীর সদস্য রেফায়েত হোসেন রিপন, সাবেক সভাপতি আবদুর রহমান রিপন, সিনিয়র সহ সভাপতি আজিম উদ্দিন সাহাব,বৃত্তি কমিটির সদস্য মাস্টার কামরুল আহসান নান্টু ও মাস্টার সানাউল্লাহ।
সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান সেলিম,সহ সাংগঠনিক মনির হোসেন,প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম শিহাব, কার্যনির্বাহী সদস্য শফিউল আজম ও হাবিবুর রহমান, সদস্য কামাল পাশা,শাহাজাহান,রাকিব বিন আহমেদ, মাশরুর কামিল তকি, নোমান উদ্দিন, ইউনিয়ন সমাজ কর্মী মাকসুদুর রহমান সহ মাকসৃ’র সদস্যবৃন্দ।