বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রংপুর (বেরোবিতে) ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং একইসাথে প্রধান ফটক উদ্বোধন অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
শনিবার( ১২ অক্টোবর ২০২৪) ১১ টা ২০ মিনিটে বেরোবির ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধান ফটক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রধান ফটক উদ্বোধন উপলক্ষে সকাল ১০ টা জাতীয় পতাকা, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের অন্যান্য কার্যক্রম , ১০ টা ২০ মিনিটে প্রধান ফটক উদ্বোধন , বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো : নাহিদ ইসলাম ( মাননীয় উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়),সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: শওকাত আলী,( মানীয় উপচার্য বেরোবি),বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ তানজীম উদ্দিন খান ( মাননীয় সদস্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন),আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ মকবুল হোসেন (শহীদ আবু সাঈদের পিতা),আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. মোঃ মোরশেদ আলম (ডিন সামাজিক বিজ্ঞান অনুষদ বেরোবি রংপুর), প্রফেসর ড. মুহাম্মদ শফিকুল আলম (ডিন কলা অনুষদ বেরোবি), প্রফেসর কমলেশ চন্দ্র রায় (ডিন বিজ্ঞান অনুষদ বেরোবি), প্রফেসর ফেরদৌস রহমান (বিজনেস অনুষদ বেরোবি), ড. মো: একরামুল হক (ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক অনুষদ)।
উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড.মো: তাজুল ইসলাম (১৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি ২০২৪)।প্রধান অতিথির বক্তৃতায় জনাব মোঃ নাহিদ ইসলাম বলেছেন, আবু সাঈদেরা শহিদ হয়ে আমাদের জীবন দিয়ে গেছে। আবু সাঈদ তাদের কথা রেখেছে, আামাদেরকে কথা রাখতে হবে,বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেন এর সুফল ভোগ করতে পারে সে ব্যাপারে সজাগ থাকতে হবে।
বক্তৃতায় তিনি সরকারকে ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে আহ্বান জানিয়েছেন। আন্দোলনের শুরু থকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুরো দেশকে মুক্ত করেছে বলে মনে করেন তিনি।সভাপতি এর বক্তৃতায় প্রফেসর ড. শওকত আলী আবু সাঈদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং অসুস্থদের সুস্থতা কামনা করেছেন ।১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভকামনা ও অভিনন্দন জানান এবং আবু সাঈদের হত্যার দ্রুত বিচার সম্পুর্ন করবেন বলে জানিয়েছেন ।
আবু সাঈদের পিতা মকবুল হোসেন বলেছেন, আমার ছেলে আবু সাইদ নিজ ইচ্ছায় লেখা পড়া করেছেন আমার পরিবারের একমাত্র শিক্ষিত ।১৬ জুলাই পুলিশের গুলিতে শহিদ হয়, আবু সাঈদের হত্যাকারীর দ্রুত বিচার চান তিনি এছাড়া ও আবু সাইদ নামে একটা হল, আবু সাইদ নামে একটা গেট চেয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক নির্মাণে ২ কোটি ৯ লাখ টাকা ব্যায় ধরা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss