কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :
কয়রা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খুলনা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ।
১২ই অক্টোবর কয়রা উপজেলার বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বী মানুষদের মহা উৎসব দুর্গা পূজার বিভিন্ন মন্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কয়রা উপজেলা বি এন পি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল ইউনিটের নেতৃবৃন্দকে সাথে নিয়ে কয়রা উপজেলা সদর সহ বিভিন্ন মন্দর পরিদর্শন করেন খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ।
এ সময় প্রধান বক্তা হিসাবে ইবাদুল হক রুবায়েদ বলেন তারেক রহমানের নির্দেশে আমরা খুলনা জেলার বিভিন্ন এলাকায় মন্দির পরিদর্শন করছি।তারই অংশ হিসেবে আজ কয়রাতে এসেছি। উনি বলেন ধর্ম যার যার কিন্তু নিরাপত্তা পাবার অধিকার সবার। আমরা মুসলিমরা যেমন এদেশের নাগরিক আপনারাও এদেশর নাগরিক । আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক রহমান সকলের সমান অধিকারের ভিত্তিতে দেশ পরিচালনা করার আশাবাদী। তাই আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ গড়বো।
এ সময়ে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ মোমরেজুল ইসলাম , জেলা যুবদলের সাবেক সিঃ সহ সভাপতি আব্দুল্যাহ হেল কাফি সখা, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাঃ জাবির আলী,সহ সভাপতি মোল্যা রিয়াজুল ইসলাম, আতিকুর রহমান চঞ্চল, সোহাগ, সাবেক জেলা যুবদলের যুগ্ন সম্পাঃ ইঞ্জিঃ জাহিদুর রহমান শোভন, মহানগর যুবদলের সাবেক সহঃ সাধাঃ সম্পাঃজিয়াদুল ইসলাম।
আরও উপস্হিত ছিলেন কয়রা উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস বিএনপি নেতা শেখ সালাহউদ্দিন লিটন, আবুল বাসার ডাবলু, মজ্ঞুর মোরশেদ। যুবদলের সিনিঃ যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, যুগ্ন আহ্বায়ক আকবর হোসেন, মো ইউনুস আলী, আনারুল ইসলাম ডাবলু, আছাদুল ইসলাম,দেলোয়ার হোসেন, তরিকুল ইসালাম, ইমরান হোসেন, লিটু।
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্যসচিব ডি এম হেলালুদ্দীন, যুগ্ম আহ্বায়ক ওবাইদুল্যাহ আজাদ।ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, যুগ্ম আহ্বায়ক মামুন, 'সদস্য ইমরান ইউনিয়ন ছাত্রদলের মাশরাফি, রুহুল আমিন বাবু, আলাউদ্দীন, রানা, বাবু জিয়া প্রজন্ম দলের সভাপতি সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss