বগুড়ায় বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা – dainikprothombarta    
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ নারী ও শিশু উন্নয়ন সোসাইটির ব্যতিক্রমী ক্রীড়া উৎসব ধুনটে জামায়াত মহিলা বিভাগের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত গাজীপুরে কালী মন্দিরে মতবিনিময় সভা: দল-মত নির্বিশেষে ধানের শীষে ভোট দেওয়ার প্রত্যয় রাজশাহী থেকে ঢাকাগামী সিলসিটি এক্সপ্রেস ট্রেন সরদহ স্টেশন পার হয়ে ট্রেনের বগি রেখে ইঞ্জিল চলে যায় ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত নওগার মান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা। রাজশাহীতে তারেক রহমান নির্বাচনী সম্মেলন কি প্রতিশ্রুতি দিলেন সাভার আশুলিয়া সেনা মার্কেট থেকে সরকারি আটা ও চাল জব্দ মান্দায় আত্রাই নদীর পাড়ে মোবাইল কোর্ট; দুই চালককে জরিমানা। দোয়ারাবাজারে সুনামগঞ্জের ডিসির বক্তব্য নিয়ে আপত্তি

বগুড়ায় বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১২৪ Time View

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:

গতকাল (১১.১০.২০২৪ ইং) বৃহস্পতিবার সন্ধ্যায় বেসওয়া বগুড়া জেলা অফিস প্রাঙ্গণে সার্জেন্ট (অবঃ) এ বি এম রেজাউল করিম হিমু এর সভাপতিত্বে এবং সার্জেন্ট (অব:) আব্দুল বাতেন এর সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলা বেসওয়া শাখা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসওয়া বগুড়া জেলা শাখা কমিটির সভাপতি সার্জেন্ট (অব:) এ কে এম আজাদ মিয়া। তিনি বলেন, বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (বেসওয়া) একটি অরাজনৈতিক জনকল্যাণমূলক এবং গভ: রেজিস্ট্রেশনকৃত একটি সংগঠন। সবাই আমরা একই প্লাটফর্মে থাকলে সকল কিছুকে জয় করা সম্ভব। আসুন, আমরা সবাই একটি প্লাটফর্মে থাকি।।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ল্যা: কর্পো: (অব:) মোঃ আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব:) মোঃ দেলোয়ার হোসেন দুলাল।

আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি ওয়া:অফিসার (অব:) মোঃ আজাদুল হক আজাদ, ওয়া:অফিসার (অব:) আলী হাসান, সার্জেন্ট (অব:) আব্দুল বারী,সার্জেন্ট (অব:) সাহাজুল,সার্জেন্ট (অব:) সাহেরুল , ওয়া:অফিসার (অব:) শরিফুল ইসলাম,সার্জেন্ট (অব:) আ: রাজ্জাক,সার্জেন্ট (অব:) আ: লতিফসহ প্রমুখ।

বগুড়া পৌরসভা ও বগুড়া সদর উপজেলা বেসওয়া পরিবারের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে, অবসরপ্রাপ্ত সকল সেনা সদস্যদের সু-স্বাস্থ কামনা করে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন‌।অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© All rights reserved © Doinik Prothom Barta
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102