বিশেষ প্রতিনিধি:-
রাজধানীর হাজারীবাগ এর গনকটুলি - বইলখানা কলোনিতে চলছে রমরমা মাদক ব্যবসা, গত ৫ ই আগস্ট ২৪ ইং তারিখ স্বৈরাচারী সরকার পতনের পর হইতে অবাধে চলছে ওপেন মাদক ব্যবসা জুয়া সহ মরণ নাশক ইয়াবা ব্যবসা। গোপন সূত্রে জানা যায় ওই সকল মাদক ব্যবসায়ীদের সাথে জড়িত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা সহ স্থানীয় কিছু ক্ষমতাসীন ব্যক্তিগণ আর তাদের শেল্টার দিচ্ছেন এলাকার স্থানীয় কিছু কিশোর গ্যাং সদস্য - তারাই আবার কখনো ছাত্র সমন্বয়ক পরিচয় দাবিয়ে বেড়াচ্ছে গোটা এলাকা যদিও তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর হাজারীবাগ থানা পুলিশ পুনরায় তাদের কর্মে বহাল হলেও স্বাধীনভাবে পারছে না জনগণের সেবা দিতে পাড়ছে না কোন অপরাধীদের বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নিতে,আর এই কারণেই মাদক ব্যবসায়ীরা পুলিশের দুর্বলতা কে পুঁজি করে ওপেনে চালাচ্ছে মাদক ব্যবসা। গনকটুলি সিটি কলোনী ঘুরে জানা যায় মাদক ব্যবসায়ীর ডিলার ফজলু মহাজন তিনি তার সেলসম্যান সেলিমকে দিয়ে বইলখানা গেটে নির্ধারিত এজেন্ট এর মাধ্যমে চালাচ্ছে দিন রাত এই মাদক ব্যবসা আর তাতে সহযোগিতা করছে ৫ ই আগস্ট এর পর জেল থেকে ছাড়া পাওয়া দাগি ও চিহ্নিত সন্ত্রাসী ও বিএনপি নেতা পরিচায়ক মানিক, সেই সাথে আরো মাদক ব্যবসায়ীরা হলেন শাবানা, নার্গিস, ডিলার হযরত আলী, স্বপন, রিপন, রমজান, কালন, লিটন, রোজিনা , দুর্গা মন্দির সংলগ্ন পারভিন, বোমা রফিক, বড় মোল্লা, জোল্লা সহ মজিবর গাজা ও প্যাথেডিন বিক্রেতা।ওই সকল মাদক কারবারিদের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত আইনি অভিযান বন্ধ থাকায় ক্রমেই বাড়ছে মাদক ব্যবসা যার কারনে অত্র এলাকার স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা ক্রমাগত মরণনাশক নেশায় আসক্ত হচ্ছে, তাই এলাকাবাসীর দাবি ঐ সব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশি অভিযান চলমান রেখে আইনের আওতায় নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss