মোঃ হানিফ মিয়া,লালমনিরহাট প্রতিনিধি:
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি। এছাড়া তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
তাপসী তাবাসসুম ঊর্মির বাড়ি ফরিদপুর জেলায় এবং লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাপসী তাবাসসুমের একটি পোস্ট নিয়ে আলোচনা চলছে। মূলত এ কারণেই তাকে ওএসডি করা হয়েছে।
তাপসী তাবাসসুম ঊর্মি ফেসবুকে লেখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।
পরে স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ঊর্মি বলেন, আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট। বিভিন্ন কারণে সেটি অনলি মি করেছি। এ বিষয় আমি কোনো মন্তব্য করতে চাই না।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss