মোঃ আবু হাসান শিবগঞ্জ বগুড়া প্রতিনিধি:
অদ্য (০৪ ই অক্টোবর ২০২৪ ইং) রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় BESWA নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন (অবঃ) এর সভাপতিত্বে এবং কমিটির সাংগঠনিক সম্পাদক কর্পোরাল মোঃ নয়ন মোল্লা (অবঃ) এর সঞ্চালনায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (BESWA) নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীয় কার্যালয় বিসমিল্লাহ হাউজ এ জেলা কমিটির এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মতিউর রহমান (অবঃ), চেয়ারম্যান, বেসওয়া কেন্দ্রীয় কমিটি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোহাম্মদ খোরশেদ আলম সহ-সভাপতি বেসওয়া কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, বেসওয়া কুমিল্লা জেলা এবং সার্জেন্ট মীর মোহাম্মদ জজু মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি ও সাধারণ সম্পাদক বেসওয়া কুমিল্লা জেলা।
BESWA নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন (অবঃ) তার আলোচনার শুরুতে আজকের মতবিনিময় সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যদেরকে আন্তরিক সালাম এবং স্বাগত জানিয়ে মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে সভার মুল এজেন্ডা উপস্থাপন করেন এবং দেশ- বিদেশে অবস্থানরত BESWA পরিবারের যেসকল সম্মানিত সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মেধা, দক্ষতায় নারায়নগঞ্জ জেলার BESWA আজ সুদৃঢ় মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদেরই অন্যতম সার্জেন্ট আবু ইউসুফ রনি চৌধুরী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ মনির আহম্মেদ, কর্পোরাল মোঃ মোস্তফা কামাল কুয়েত, কর্পোরাল মোঃ নয়ন মোল্লা, সার্জেন্ট এসএমটি মোস্তফাসহ BESWA সংগঠনের সকল সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানান।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা শাখাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss