মোশারফ হোসেন খসরু,(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন ইউপির ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান। তিনি বর্তমানে সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক।
নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম শামসুর অনুপস্থিতির কারণে ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান কে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। জানা যায়, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সোনারগাঁ থানায় হত্যা মামলার আসামি করা হয় নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম সামসু চেয়ারম্যান হত্যা মামলার আসামি হওয়ার করণে আত্মগোপনে চলে যান তিনি।
তারপর থেকে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। এ শূন্যপদ পূরণ করতে সকল ইউপি সদস্যদের সম্মতিতে ইউনিয়নের ২ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য আতাউর রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমাকে দায়িত্ব প্রদান ও আমাকে সমর্থন করায় আমার সহকর্মীগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আমার দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করার চেষ্টা করবো।
আমি দীর্ঘদিন ২ নং ওয়ার্ডের জনসাধারণের সেবায় সর্বদাই নিয়োজিত ছিলাম। পুরো ইউনিয়নবাসী ও ইউপি সদস্যদের নিকট আমি কৃতজ্ঞ। গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চেয়ে জনসাধারণের সেবায় কাজ করতে চান তিনি।