বেরোবি প্রতিনিধি : মাসরিকুল হাসান সোহেল:
ইয়ুথ এন্ডিং হাঙ্গার, দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে বেগম রোকেয়া মিলনায়তন আরডিআারএস,রংপুর এ সম্প্রীতি বিষয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ২ অক্টোবর ২০২৪) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বেগম রোকেয়া মিলনায়তনে,আরডিআারএস,রংপুর এ সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত হয়।
উক্ত সম্প্রীতি সংলাপে, উপস্থিত ছিলেন চার্লস মিড, ( এজেন্ট অব চেন্জ ডিরেক্টর ,) ড. শাহানাজ পারভিন,
(সরকারি বেগম রোকেয়া কলেজের সহকারী অধ্যাপক)অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল,ফকরুল আলম,রানা মোহাম্মদ সোহেল(,,সাবেক সংসদ সদস্য জলঢাকা)
জাতীয় সংগীত বলার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
উদ্বোধনী বক্তব্যে ড. শাহানাজ পারভিন বলেছেন , দেশের এই ক্রান্তিকালে সম্প্রতি বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ,দেশে যে পরিবর্তন এসেছে সেটা ধরে রাখতে তরুনদের কাজ করতে হবে। সবার ধর্ম সবার কাছে গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারলে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।
রানা মোহাম্মদ সোহেল(,,সাবেক সংসদ সদস্য জলঢাকা)আর বক্তব্যে বলেছেন,সচেতন করার জন্য প্রশিক্ষণ এর উপর গুরুত্ব দিতে হবে একটা প্রশিক্ষণ করে সমাধান সম্ভব না এর জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে তাহলে সম্প্রীতি বজায় রাখা সম্ভব।তিনি সম্প্রীতি বিষয়ে পারিবারিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বলেছেন, সম্প্রীতি বিষয়ে পারিবারিক শিক্ষা একান্ত জরুরি।
সুজন সুশাসনের জন্য নাগরিক,ফকরুল আলম,
সম্প্রীতি বিষয়ে নিজেকে সংশোধন , সামাজিক যোগাযোগ ব্যবহারের ক্ষেত্রে সচেতন হতে এবং তথ্যের সত্য মিথ্যা যাচাই করতে বলেছেন।
ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি তাদের অবসর সময়ে সমাজ গঠনের কাজে নিজেদের নিয়োজিত করবে এবং উল্লেখযোগ্য অবদান রাখবে, যার মাধ্যমে সবার জন্য একটি সমৃদ্ধ ও মর্যাদাপুর্ন ভবিষ্যত সৃষ্টি হবে এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
তারই ধারাবাহিকতায় সম্প্রীতি সংলাপ এর আয়োজন করেছেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার, উক্ত সেমিনারে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় ইউথ এন্ডিং হাঙ্গার এর সকল সদস্যবৃন্দ ।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss