মোঃ আবু হাসান শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের আলীগ্রামের সচেতন এলাকাবাসীর আয়োজনে আলীগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক সভাপতি হুসাইন শরিফ সঞ্চয় ও বর্তমান অধ্যক্ষ গোলজার হোসেন এর মাধ্যমে অবৈধ কমিটির দ্বারা নিয়োগ বাতিল এবং মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব সংশোধনের দাবীতে গতকাল (২রা অক্টোবর) বুধবার মাদ্রাসা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশ স্থানীয় সমাজ সেবক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন অত্র এলাকার সমাজ সেবক রাজেকুল ইসলাম, মাওলানা শামিম আহম্মেদ, সাইদুল ইসলাম, আঃ মান্নান, মামুন হোসেন, জয়েন উদ্দিন প্রমুখ।মানববন্ধনে বক্তারা বলেন অবিলম্বে অবৈধ কমিটির নিয়োগ বাতিল ও মাদ্রাসার আয়-ব্যয়ের হিসাব জনসম্মুখে না দিলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।তারা আরো বলেন সাবেক সভাপতি ও অধ্যক্ষের যোগ সাজসে এই মাদ্রাসায় নিয়োগের নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তারা অত্র মাদ্রাসার কোন উন্নয়ন করেননি।
বক্তারা সুষ্ঠ তদন্ত স্বাপেক্ষে অবৈধ নিয়োগ বাতিল সহ সঠিক ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানান। এব্যাপারে অত্র মাদ্রাসার অধ্যক্ষ গোলজার হোসেন মুঠোফোনে বলেন এই এলাকার শিক্ষিত ও দক্ষ লোকদের নিয়োগ না দিয়ে বিগত সময়ের সাবেক সভাপতি মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বহিরাগতদের নিয়োগ দিয়ে বাণিজ্য করেছেন।
আমাকে কোন কিছু জিজ্ঞাসা না করেই সাবেক সভাপতি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কারনেই বর্তমানে এই পরিস্থিতি সৃষ্ঠি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss