শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
আজ (১লা অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যায় আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক কনক দেব ও দপ্তর সম্পাদক উৎপল কুমার মোহন্তকে উপহার প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার প্রদান করেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব,
শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সহ-সভাপতি সাজু মিয়া, আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক গোলজার রহমান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ মন্ডল, কার্য নির্বাহী সদস্য সোহাগ আলী, আবু হাসান হাবীব, মহসিন আলী, ওসমান গণি প্রমূখ।