শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৩০.০৯.২০২৪ ইং তারিখ রোজ সোমবার সকাল ১১টায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসব মূখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজ উদ্দিন, সহকারী কমিশনার ভূমি তাসনিমুজ্জামান, থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোর্শেদ, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আব্দুল হালিম বিপ্লব, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রাম নারায়ন কানু, সাধারন সম্পাদক সুবির দত্ত প্রমুখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন এই উপজেলায় সরকারি ভাবে মোট ৫৩ টি মন্দিরে ৫ শত কেজি করে চাউল সরবরাহ করা হবে।