গত ১৫ ই সেপ্টেম্বর ২৪ ইং তারিখ আপনার স্বনামধন্য দৈনিক প্রথমবার্তা অনলাইন পত্রিকায় ” ডি এম পি’র হাজারীবাগে ভূমিদস্যদের ব্যাপক তাণ্ডব ” নামক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হওয়ায় তাহা আমার দৃষ্টি গোচর হয়।
প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত, মনগড়া, সত্য বিজর্জিত, যাহা ঘোলা পানিতে মৎস্য স্বীকারের চক্রান্ত মুলক মনে করছি।একটি স্বার্থন্বেষী মহল নিজস্বার্থ চরিতার্থ করার হীন ষড়যন্ত্রে লিপ্ত থাকিয়া আমার বিরুদ্ধে আপনার গণমাধ্যম কর্মীর নিকট সত্য গোপন করিয়া ভুল ও মিথ্যা তথ্য প্রদান করে বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ ও প্রচার করেছে বলে আমি মনে করছি।
আমি উক্ত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে আপনাদের নিকট বিশেষ ভাবে আশা জ্ঞাপন করছি, ভবিষ্যতে আসল সত্য খুঁজে বের করে আপনার পত্রিকায় সত্য ও বস্তনিষ্ঠ্য সংবাদ যেন প্রকাশ পায়।
ধন্যবাদান্তে
মোঃ হুমায়ুন কবীর পিতা, মৃতঃ মকবুল আহমেদ
সাং ৪৭/৫ সোনাতনগড়
থানাঃ হাজারীবাগ, ঢাকা