শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
গত ২৮ শে সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১০ ঘটিকার সময় BESWA কুমিল্লা জেলার সম্মানিত সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মোঃ আবদুর রহিম (অবঃ) এর সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক সার্জেন্ট মীর মোহাম্মদ জজু মিয়া অবঃ এর সঞ্চালনায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা (BESWA) কুমিল্লা জেলা কেন্দ্রীয় কার্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রারম্ভে পবিত্র কুরআন তেলওয়াত করেন কুমিল্লা জেলা কমিটির সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক ল্যাঃ কর্পোঃ মোঃ জাকির হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারারি ক্যাপ্টেন মোঃ আলী নোয়াব অবঃ, চেয়ারম্যান, বেসওয়া ট্রাষ্টি বোর্ড,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্জেন্ট মোঃ হাফিজুল ইসলাম খোকন অবঃ, সিনিয়র সহ-সভাপতি, ফুটবল ফেডারেশন, কুমিল্লা এবং নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মোঃ মমতাজ উদ্দিন অবঃ।
BESWA কুমিল্লা জেলার সম্মানিত সভাপতি সার্জেন্ট মোহাম্মদ খোরশেদ আলম তার আলোচনার শুরুতে আজকের মতবিনিময় সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্যদেরকে আন্তরিক সালাম এবং স্বাগত জানিয়ে মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপনের মাধ্যমে সভার মুলএজেন্ডা উপস্থাপন করেন এবং দেশ- বিদেশে অবস্থানরত BESWA পরিবারের যেসকল সম্মানিত সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও মেধা, দক্ষতায় কুমিল্লা জেলার BESWA আজ সুদৃঢ় মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত তাদেরই অন্যতম কর্পোরাল মোঃ হারুন অর রশিদ, সার্জেন্ট মোঃ খায়রুল ইসলাম, এল ই এন মোখলেছুর রহমান , সার্জেন্ট মোঃ আমির হোসেন, এল এম ই মোঃ আবদুল হান্নানসহ BESWA সংগঠনের সকল সম্মানিত সদস্যদেরকে ধন্যবাদ জানান।
এছাড়া এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি কর্পোরাল মোঃ হারুন-অর- রশিদ অবঃ, MCPO মোঃ আনোয়ার হোসেন অবঃ, সার্জেন্ট কাজী মোঃ আবুল কাশেম, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শাহআলম অবঃ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আবুল কাশেম অবঃ, কর্পোরাল মোঃ আনোয়ার হোসেন অবঃ, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জহিরুল হক অবঃ, জেলা কমিটির সহসাধারণ সম্পাদক ল্যাঃ কর্পোরাল মোঃ শাহিন উল্ল্যাহ অবঃ, সার্জেন্ট মোঃ বাবুল হোসেন অবঃ, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ খায়রুল আলম অবঃ, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ আবুল কালাম আজাদ অবঃ, সার্জেন্ট মোঃ নজরুল ইসলাম অবঃ, কর্পোরাল মোঃ আবদুল আজিজ অবঃ, অর্থ সম্পাদক এল এম ই মোঃ আবদুল হান্নান অবঃ, সহ-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল মোঃ মুমিনুল ইসলাম অবঃ, তথ্য প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ল্যাঃ কর্পোরাল মোহাম্মদ এমদাদুল হক অবঃ, কৃষি বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ মফিজুল ইসলাম অবঃ, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আবদুল আউয়াল অবঃ, সহ-আইন বিষয়ক সম্পাদক কর্পোরাল মোঃ আলমগীর হোসেন অবঃ, ক্ষুদ্র ও কুটির বিষয়ক সম্পাদক কর্পোরাল মোঃ রফিকুল ইসলাম অবঃ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর হোসেন অবঃ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ মোস্তফা কামাল অবঃ, সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক কর্পোরাল মোঃ তাজুল ইসলাম অবঃ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এল ই এন মোঃ মোখলেছুর রহমান অবঃ, ত্রাণ বিষয়ক সম্পাদক সৈনিক মোঃ কামরুজ্জামান সরকার অবঃ, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন অবঃ এবং সমবায় বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ মিজানুর রহমান (অবঃ) প্রমুখ।