কয়রা উপজেলা প্রতিনিধি,মোঃবি এম আলামিন ইসলাম :
খুলনার কয়রা উপজেলায় গণধিকার পরিষদের আয়োজনে আনন্দ মিছিল ও লিফলেট কর্মসূচি পালিত হয়।
28-9-2024, রোজ শনিবার সকাল দশটার সময় কয়রা মেইন রোডে আনন্দ মিছিল ও উৎসব মুখর পরিবেশে মিছিলে শত শত নেতাকর্মীরা যোগদান করেন । এ সময় গণঅধিকার পরিষদের গঠন প্রণালী ও আগামীর নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
গণঅধিকার পরিষদ খুলনা জেলার সভাপতি জি এম আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব হাওলাদারের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় কয়রা উপজেলা গণঅধিকার পরিষদ নবগঠিত কমিটির সভাপতি মো. ইয়াছিন আলী এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিশিল অনুষ্ঠিত হয়।
এ দিকে উক্ত আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান সহ সাংগঠনিক সম্পাদক আলামিন ইসলাম মোড়ল, কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. হাসেম সহ গণ/ছাত্র/যুব/পেশাজীবী অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। মিছিলটি কয়রা উপজেলার উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মধুর মোড় হয়ে কপোতাক্ষ কলেজের সামনে স্থানীয় নেতাকর্মী বক্তব্য সদস্য সংগ্রহের জন্য লিফলেট বিতরনের মাধ্যমে আনন্দ মিছিল শেষ হয়।
গণঅধিকার পরিষদের খুলনা জেলার সভাপতি জি, এম আজিজুল ইসলাম সকালের শিরোনাম-কে বলেন,' গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকারের বাস্তবায়ন করা পরিষদ। আমার প্রিয় উপজেলা সহ পুরো খুলনা জেলাকে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চাই। সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। এবং সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা।
আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণী মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা। এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss