এম ফজলুর রহমান খালেদ,হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রেজা কিবরিয়ার বিরুদ্ধে
হবিগঞ্জে ঝাড়ু মিছিল দিয়েছে দলটির নেতাকর্মী ও সাধারণ জনতা।
আওয়ামীলীগের সাবেক অর্থমন্ত্রী মরহুম শাহ এএমএস কিবরিয়ার পুত্র ড. রেজা কিবরিয়া বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও তিন বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জনতা ঝাড়ু মিছিল ও রেজা কিবরিয়ার দুই গালে জুতা মারো তালে তালে স্লোগানে প্রকম্পিত করেছে শহর।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ জনতা এই মিছিল করে। শায়েস্তানগর থেকে মিছিলটি শুরু করে কোর্ট মসজিদের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় এক পথসভা অনুষ্ঠিত হয়।সভায় বক্তব্য রাখেন মামুনুর রশিদ মামুন, শাহ মোহাম্মদ মুসলিম, এনামুল হক খান, কামাল খান, মামুন আহমেদ, আব্দুল হান্নান, সিরাজুল ইসলাম, জোনায়েদ আহমেদ, আক্কাস আলী, হারিছ মিয়া, গোলাপ খান, আনোয়ার আলী, আনিসুজ্জামান চৌধুরী জেবু, ইকবাল মিয়া, শাহজাহান মিয়া, শাহিদ মিয়া, বাদল মিয়া, ওলিদ মিয়া, মেরাজ আহমেদ, জাকির মিয়া, আব্দুল হাই, শামীম মিয়া, সুজন মিয়া, রুহুল আমিন, আকবর আলী, সুরত আলী, রহমত আলী, রিফাত চৌধুরী, নাসির উদ্দিন, আলামিন তালুকদার, জয়নাল আবেদীন, মাহবুবুল আলম, শাহ শাহান, আবুল কালাম, আব্দুস সালাম, সেলিম মিয়া, হাজী জামাল, আব্দুল মতিন সরদার, ফারুক মিয়া, মোহাম্মদ আলী, আলখাছ মিয়া, আমজাদ হোসেন, গাজী রিপন প্রমুখ।
সভায় বক্তারা বলেন- ১/১১ এর সময় বিনা অপরাধে তৎকালিন এক সেনা কর্মকর্তার ষড়যন্ত্রের শিকার হয়ে গ্রেফতার হয়েছিলেন জি কে গউছ। পরবর্তিতে তৎকালিন সরকারের আমলে দেয়া সবগুলো মিথ্যা মামলা থেকে তিনি খালাশ পেয়েছেন। সেই ১/১১ এর প্রেতাত্মাদের যড়যন্ত্রে আবারও ড. রেজা কিবরিয়া হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ্ব জি কে গউছের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তরা আরও বলেন, আলহাজ্ব জি কে গউছ ভাই একজন ধার্মিক মানুষ, উনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে কোন লাভ হবে না, হাসিনা সরকার জুলুম করে ১৫১৭ দিন আমাদের নেতাকে জেলে বন্ধি করে রেখেছিল, মহান আল্লাহর অশেষ কৃপায় সকল মিথ্যা ষড়যন্ত্র থেকে উনি এখন মুক্ত। এখন কেও নতুন করে ষড়যন্ত্র রচনা করতে চাইলে আমরা জনগণ তার দাঁত ভাঙ্গা দেবো, ইনশাল্লাহ্!
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss