লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে আয়েশা (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের দক্ষিণ মাঝগ্রামে এঘটনা ঘটে। আশেয়া ওই গ্রামের জাকির হোসেনের স্ত্রী।
স্বজনরা জানান, প্রতিদিনের মতো সাংসারিক কাজকর্ম শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন আয়েশা। গভীর রাতে তার পায়ে বিষধর সাপ কামড় দিলে সে ঘুম থেকে জেগে উঠে চিৎকার শুরু করেন। তার চিৎকারে বাড়ির সদস্যরা জেগে ওঠেন।
পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আশেয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।