এম ফজলুর রহমান খালেদ, হবিগঞ্জ জেলা প্রতিনিধি:
শনিবার (২৮ সেপ্টেম্বর, ২০২৪ইং) বাদ আসর উপজেলার মধ্যবাজারে ‘বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া চুনারুঘাট উপজেলা ও পৌর শাখা কতৃক মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির উপজেলা সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাকিবুল হাসান ও পৌর সভাপতি হাফিজ আহমদ ফুয়াদের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো: ওয়ালীউর রহমান ছানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির জেলা সভাপতি মো: আমিমুল ইহসান তাহসিন, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম তরফদার।
আঞ্জুমানে আল ইসলাহ চুনারুঘাট উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আ: রশিদ মাস্টার, সংগঠনটির উপজেলা শাখার সাবেক সভাপতি মাও. তাজুল ইসলাম, মাও. মামুনুর রশীদ।
বক্তব্য রাখেন সংগঠনটির উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান তাসিন, পৌর শাখার সহ-সভাপতি ও সৃজনশীল মেধাবিকাশ চুনারুঘাট এর সভাপতি সাইফুর রহমান রাব্বি, সংগঠনটির উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন ইসলাম, ফান্দ্রাইল লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসার শিক্ষক মাও.আ: আজিজ সুমন সহ আরও অনেকেই।
এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপজেলা শাখার অর্থ সম্পাদক স্বাধীন আহমেদ শুভ, প্রশিক্ষণ সম্পাদক আশরাফুল ইসলাম শিফন, পৌর শাখার সহ-সভাপতি রায়হান তালুকদার সানী, উপজেলা শাখার সদস্য রায়হান উদ্দিন সহ আরও অনেকেই।
এসময় বক্তারা পুরোহিত কর্তৃক এমন কটূক্তির তীব্র নিন্দা জানান। এবং ভারতীয় সরকারের কাছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিচার দাবি করেন।