সাতক্ষীরা (কালিগন্জ্ঞ)প্রতিনিধি,আমিনুর রহমান:
সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ ডিবি’র মাদক বিরোধী বিষেষ অভিযানে ১৮০ বোতল ফেনন্সিডিল উদ্ধার হয়েছে।বুধবার দিবাগত রাতে দেবহাটা উপজেলার বহেরা উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক উদ্ধার করাহয়। এসময় পুলিশের উপস্থিতি টেরপেয়ে চিহ্নিত মাদক চোরাকারবারি মোঃ আমানিউল্ল্যা(৩৫) পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনায় দেবহাটা থানা এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বহেরা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গোয়েন্দা পুলিশের এসআই রুবেল আহমেদ ও এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযানে চালালে পলাতক আসামি বহেরা উত্তর পাড়ার মোঃ মাহবুর আলম (৪০) ও মোঃ আমানিউল্ল্যা(৩৫) থাকা ১৮০ ফেনন্সিডিল ফেলে পালিয়ে যায়।এব্যাপারে ফেন্সিডিল উদ্ধারসহ দেবহাটা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৪(গ) এর ধারায় মামলা রুজু করা হয়েছে।
পালাতক আসামী মোঃ মাহবুর আলম পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss