কয়রা উপজেলা প্রতিনিধি,বিএম আলামিন ইসলাম :
খুলনার কয়রায় বন বিভাগ ও কোষ্ট গার্ডের যৌথ অভিযানে ৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংসো উদ্ধার করা হয়েছে। এসময় একজনকে আটক করা হয়। আটকৃত ব্যাক্তি হলেন গোলখালী গ্রামের আফতাব মোড়লের পুএ মোঃ আলমগীর মোড়ল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সরকারি পুকুর পাড় গোলখালী এলাকায় অভিযান চালিয়ে হরিণের মাংসো সহ একজন আটক করা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ ও কোষ্ট অভিযানে চালিয়ে সরকারি পুকুর পাড় আংশিক গোলখালি এলাকায় সন্ধ্যা ৫ টা ৪৫ মিনিটে ৬ কেজি ৫০০ গ্রাম হরিণের মাংসো সহ ১ জনকে আটক করা হয়েছে।
উদ্ধারকৃত হরিণের মাংসো শুক্রবার আদালতের মাধ্যমে আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। আটক ব্যাক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss