বেরোবি প্রতিনিধি :মাসরিকুল হাসান সোহেল
ইয়ুথ এন্ডিং হাঙ্গার এর সত্যান্বেষী ইউনিটের উদ্যোগে “তথ্য যাচাই এবং গুজব প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর,২০২৪ ) বিকাল ৩ টায় সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য রাখেন উক্ত কলেজের সহযোগী অধ্যাপক লায়ন আজহারুল ইসলাম দুলাল। কর্মশালায় ফেসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আরমান আরাফাত অনিক ও আদনান বাবু সাগর। এছাড়াও উপস্থিত ছিলেন সত্যান্বেষী ইউনিটের সদস্যরা এবং কলেজের বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষার্থী।
জনাব আজহারুল ইসলাম দুলাল বলেছেন ” গুজব একটি মহামারির মতো, যার ফলে একদল সুযোগ সন্ধানী গোষ্ঠী সবসময় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিনষ্ট করার জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে গুজব প্রতিহত করতে ফ্যাক্ট চেকিং সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আমরা নিজে এ সম্পর্কে জানবো এবং আমাদের বন্ধু-সহপাঠিদের জানাবো।
একটি স্বাধীন দেশের নাগরিক হয়ে গুজব এবং তথ্যের অপপ্রচার রক্ষায় আমাদের কি কি করণীয়?, সমাজ ও রাষ্ট্রের কি প্রত্যাশা? এবং আজকের তরুণরা এই প্রত্যাশা ও তরুণ সমাজের প্রতিশ্রুতি নিয়ে কি কি অবদান রাখা যেতে পারে তার একটা সুস্পষ্ট ধারণা এই কর্মশালায় আলোচনা করা হয়েছে । এর পাশাপাশি তথ্য যাচাই বা ফ্যাক্ট চেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের ধারণা প্রদান করা হয়েছে।