সখিপুর টাঙ্গাইল প্রতিনিধি,মোঃ আবু বকর সিদ্দিক (অপু):
টাঙ্গাইলের সখীপুরে আকস্মিক ঝড়ে এক কৃষকের ভেঙে গেছে প্রায় ১০হাজার কলা গাছ।
সোমবার রাত ১২ টার দিকে সখীপুর ও এর আশেপাশের এলাকায় ঝড় বয়ে যায়। এতে উপজেলার প্রতিমা বংকীর ইউনুস আলী নামের এক কৃষকের ঝড়ে ভেঙে পড়ে প্রায় ১০ হাজার কলা গাছ।
ধারণা করা যাচ্ছে এতে তার ক্ষতি প্রায় ১৬ লাখ টাকা।ক্ষতিগ্রস্ত কৃষক ইউনুস আলী ববলেন গ্রামের মানুষের কাছ থেকে ধার করে ১১ হাজার কলা গাছ লাগিয়েছিলাম প্রায় সব গাছি ভেঙে গেছে শুধুমাত্র অল্প কিছু গাছ বাকি আছে।
তিনি আরো বলেন আমার এই বাগানটিতে আমার প্রায় ১৬ লাখ টাকার মতন ক্ষতি হয়েছে তেনার এই ক্ষতিতে তিনি বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর সখীপুরে প্রায় ৪৫০ হেক্টর জমিতে কলা গাছ লাগানো হয়েছে। আকস্মিক ঝড়ে ৫০ হেক্টরেরও বেশি জমির কলা গাছ ভেঙ্গে গেছে। এই উপজেলায় রঙিন সাগর, হিম সাগর ও সবরি কলার চাষ বেশি হয়ে থাকে।
উপজেলার কালিদাস গ্রামের আলমগীর হোসেন বলেন, এ বছর সাত হাজার কলা গাছের চারা লাগিয়েছি। এর মধ্যে চার হাজার ছিল সবরি কলা। রাতের আকস্মিক ঝড়ে প্রায় সবগুলো সবরি কলা গাছ ভেঙ্গে গেছে। প্রতিটি কলা গাছে প্রায় তিন শত টাকা করে খরচ হয়েছে। আর দুই-আড়াই মাস পর কলা বিক্রির উপযোগী হতো।
উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ান্তা বর্মণ বলেন, এই আকস্মিক ঝড়ে অন্যান্য ফসলের তুলনায় কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। খোঁজ নিয়ে জানতে পেরেছি প্রায় ৫০ হেক্টর জমির কালা গাছ ভেঙে গেছে। ক্ষতিগ্রস্ত কলাচাষিদের নামের তালিকা করে জেলা কৃষি অফিসে পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশক:- মোঃ আবির ইসলাম
নির্বাহী সম্পাদক:- জামিল চৌধুরী
বার্তা সম্পাদক:- আরিফুল ইসলাম
হেড অফিস: ৪৭,পুরানো পল্টন আরবান পল্টন ভিউ কমাশিয়াল কমপ্লেক্স (৫ম তলা)
নিউজ মেইল: dainikprothombarta@gmail.com
যোগাযোগ: ০১৬৪৩-০৩১৩৭২/০১৮৬৮-৮৪৫৫৯৬
দৈনিক প্রথম বার্তা কর্তৃপক্ষ
Design And Develop By Coder Boss