শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে ‘শিবগঞ্জ অনলাইন প্রেস ক্লাব’ এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সন্ধ্যায় আমতলী বন্দরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক।
এতে বক্তব্যে রাখেন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আলী, সহ-সভাপতি কনক দেব, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক উৎপল কুমার মোহন্ত, সহ-দপ্তর সম্পাদক রাব্বী হাসান সুমন, প্রচার সম্পাদক গোলজার রহমান, কোষাধ্যক্ষ মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রুহুল আমিন, ক্রীড়া সম্পাদক জহুরুল ইসলাম সৈকত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক তৌহিদ মন্ডল, কার্য নির্বাহী সদস্য মাসুদ রানা, আবু হাসান হাবীব প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন, “জাতীয় অনলাইন প্রেসক্লাবের আওতাধীন শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব শিবগঞ্জের একমাত্র বৈধ সংগঠন, এর বাহিরে যারা অনলাইন নাম ব্যবহার মিথ্যাচার করছেন তারা ভুয়া ও অবৈধ, সত্যকে কখনো মিথ্যা দিয়ে আড়াল করা যায়না, ভবিষ্যতে কেউ যদি আমাদের বাহিরে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাব নাম ব্যবহার করে প্রচার প্রচারণা চালায় তাহলে তাদের বিরুদ্ধে কঠিন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে”।
বক্তারা আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও অনুসন্ধানী সাংবাদিকতায় আমাদের মননিবেশ করতে হবে পাশাপাশি শিবগঞ্জের সকল নাগরিক সমস্যা সমাধানে শিবগঞ্জ অনলাইন প্রেসক্লাবকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।