বেরোবি প্রতিনিধি,মাসরিকুল হাসান সোহেল:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীদের বিভিন্ন আবাসিক হল পরিদর্শন করেছেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।আজ বুধবার (২৫ সেপ্টেম্বর ২০২৪) সকাল ১০ টায় ৩০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল,পরিদর্শন করেছেন প্রফেসর ড. মো: শওকত আলী । পরিদর্শনকালে সাথে ছিলেন, প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, ছাত্র উপদেষ্টা ও অন্যান্য শিক্ষক বৃন্দ।
আবাসিক হল পরিদর্শন শেষে তিনি বলেছেন, শিক্ষার্থীদের খাবারের মান বৃদ্ধি করার ব্যবস্থা গ্রহণ করবেন এবং রিডিংরুমের পরিবেশ উন্নয়নে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। আবাসিক হলে শিক্ষার্থীদের যাতে বাইরে যেতে না হয় সেজন্য তিনি আবাসিক হলের পাশে সেলুন, খাবারের দোকান, লন্ডির দোকান ব্যবস্থা করবেন।
এ সময় বেরোবি উপাচার্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।
এসময়ে একটি রুমে কতজন শিক্ষার্থী থাকবেন এ বিষয়ে প্রশ্ন করলে, তিনি বলেন বেরোবিতে যেহেতু আবাসিক হলের রুমের সংকট তাই প্রত্যেক রুমে চারজনের উপরে থাকবে এবং এ বিষয়ে পরবর্তীতে হলের প্রভোস্ট জানিয়ে দেবেন।
তিনি আরো জানান আবাসিক হলগুলো থাকবে দলীয় প্রভাব মুক্ত এবং সকল ধরনের রাজনৈতিক মুক্ত।